INDIA VA PAKISTAN: বিদেশের মাটিতে ফের ভারত-পাক! ক্রিকেটের দেশেই কোহলি-বাবরদের নয়া সিরিজের সম্ভাবনা

India vs Pakistan series: অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হওয়ার সম্ভাবনা আছে। তবে, এক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়াকে আয়োজনের ব্যবস্থা করতে হবে। ২০১২-১৩ সাল থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ হয়নি। দুই প্রতিবেশী শুধুমাত্র আইসিসি টুর্নামেন্টেই পরস্পরের বিরুদ্ধে খেলে। এই পরিস্থিতি দেখে, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি অস্ট্রেলিয়ায় ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছেন।

হকলি বলেছেন, ‘আমরা যদি ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজে সাহায্য করতে পারি, তবে খুশিই হব।’ একটি নির্বাচিত মিডিয়া ইন্টারঅ্যাকশনের সময় ইন্ডিয়ান এক্সপ্রেসকে হকলি একথা বলেছেন। সদ্যসমাপ্ত ২০২৪ টি-২০ বিশ্বকাপে, দুটি দেশ (ভারত-পাকিস্তান) নিউইয়র্কে তাদের গ্রুপ-পর্যায়ের ম্যাচ খেলেছে। ওই ম্যাচে ভারত ছয় রানে জিতেছিল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল শেষ পর্যন্ত ট্রফিও জিতেছে। আর বাবর আজমের পাকিস্তান, গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে।

২০২২ টি-২০ বিশ্বকাপে ৯০,২৯৩ জন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (MCG) ভারত-পাকিস্তান ম্যাচ দেখেছিল। দর্শকদের এই আগ্রহ দেখেই মেলবোর্ন ক্রিকেট ক্লাব (MCG-এর অপারেটর) এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রভিন্সের সরকার এমসিজিতে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। হকলি বলেছেন, ‘সূচি নিয়ে আমরা এখনও আলোচনা করিনি। তবে শুধু এটুকুই বলব যে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে পারলে খুশিই হব।’

আরও পড়ুন- এখনই অবসর কেন, রোহিত-কোহলি-জাদেজাদের রাস্তায় না হেঁটে বড় সিদ্ধান্ত সাকিবের

হকলি বলেন, ‘আমি মনে করি বিশ্ব ক্রিকেটের জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সব দেশের জন্য দ্বিপাক্ষিক সিরিজের আয়োজন। প্রতিটি সিরিজের যাতে ফয়সালা হয়, তা নিশ্চিত করা জরুরি। একটা টেস্ট ম্যাচও থাকা দরকার। যা কোনও দলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের দিকে অগ্রসর হতে সাহায্য করবে। সাদা বলের ফরম্যাটের জন্যও আমাদের একই রকম কিছু দরকার। সেটা র‌্যাঙ্কিং হোক বা বিশ্বকাপের যোগ্যতার সঙ্গে সম্পর্কিত বিষয়। তবে, সেটা থাকা দরকার। অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে, আমরা তিনটি ফরম্যাটেরই যথাযথ মূল্যায়ন করব। প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের সঙ্গে যাতে বিশ্বকাপের যোগাযোগ থাকে, সেটাও নিশ্চিত করা চাই।’

2024-07-03T14:52:53Z dg43tfdfdgfd