TEAM INDIA PM MODI: প্রধানমন্ত্রীর বাসভবনে আলাপচারিতা, বিশ্বকাপ নিয়ে মোদীর সঙ্গে দেখা দলের, দেখুন ভিডিয়ো

বার্বাডোজ থেকে সরাসরি দিল্লিতে আসে টিম ইন্ডিয়া আর এসে তারা দেখা করতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। প্রায় দুই ঘণ্টা ধরে আলোচনার শেষে রোহিত শর্মাসহ প্লেয়ার ও সাপোর্ট স্টাফরা রওনা দেন মুম্বইয়ের উদ্দেশ্যে। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার ভিডিয়ো শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় প্রধানমন্ত্রীর কাছে বিশ্বকাপ ট্রফি নিয়ে যান।

এদিন ভিডিয়োতে দেখা যায়, দুটো বাসে করে যান প্লেয়াররা। সঙ্গে যান কোচ রাহুল দ্রাবিড়ও। প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁরা বিশ্বকাপ ট্রফি রাখেন সেখানে। এরপর প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন ও প্লেয়ারদের সঙ্গে দেখা করেন। সব প্লেয়াররা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন প্রধানমন্ত্রীর সঙ্গে ও অধিনায়ক রোহিত শর্মা এবং সদ্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় বিশ্বকাপ ট্রফি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এরপর সব প্লেয়ারদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী কথা বলছেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, যুজবেন্দ্র চাহালের সঙ্গে। সবার সঙ্গে বেশ হাল্কা চালে কথা বলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। হাসি মজায় তাঁরা কথা বলেন।

এদিন প্লেয়ার ও কোচের সঙ্গে ছিলেন BCCI প্রেসিডেন্ট রজার বিনি ও সচিব জয় শাহ। বিশেষ জার্সি পরে প্লেয়াররা দেখা করতে যান প্রধানমন্ত্রীর সঙ্গে। দেখা করে বেরিয়ে গিয়ে টিম ইন্ডিয়া সরাসরি চলে যায় দিল্লি বিমানবন্দরের দিকে। সেখান থেকে তারা মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে মেরিন ড্রাইভে হুডখোলা বাসে করে ট্রফি নিয়ে প্যারেড করবেন রোহিতরা। এরপর ওয়াংখেড়েতে হবে উৎসব।

]]>

ভারতীয় দল বিশ্বকাপ জেতার পর নরেন্দ্র মোদী টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। পোস্ট করে তিনি শুভেচ্ছা জানান দলকে। এরপর অর্থাৎ, বিশ্বকাপ জয়ের পরের দিন ভারতীয় সময় সকালে তিনি টিম ইন্ডিয়াকে ফোন করেন। বার্বাডোজে ফোন করে তিনি কথা বলেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবের সঙ্গে কথা বলেন। সেই ছবি তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় এবং তিনি প্রত্যেকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-07-04T08:21:25Z dg43tfdfdgfd