ইউরো কাপের ২৬ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা ইতালির, দলে রইলেন চোট পাওয়া বারেলা

আর মাত্র এক সপ্তাহ। তারপরই শুরু হয়ে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সেরা প্রতিযোগিতা উয়েফা ইউরো কাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। কিন্তু এবারে ফেভারিট নিঃসন্দেহে ফ্রান্স। রয়েছে বেলজিয়াম, ইংল্যান্ড, পর্তুগাল,স্পেনও। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এটাই শেষ ইউরো কাপ হতে চলেছে তা বলাই বাহুল্য, কারণ এই মূহূর্তে তাঁর যা বয়স, তাতে কোনওভাবেই পরের ইউরোতে তিনি খেলবেন না, সেটা সহজেই অনুমান করা যায়। আগামী ১৬ই জুন শনিবার রাতে রয়েছে ইতালির ইউরো কাপের প্রথম ম্যাচ। আলবানিয়ার মুখোমুখি হতে চলেছে আজুরিরা। সেই ম্যাচের দিন দশেক আগেই ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ইতালির কোচ স্পালেত্তি। 

আরও পড়ুন-ফের ফিরল মেডেল ভারতীয় ড্রেসিং রুমে, বিশেষ কারণে পুরস্কার সিরাজকে

চোটের জন্য লুসিয়ানো স্পালেত্তির দল গত ম্যাচে পায়নি মিডফিল্ডার নিকোলো বারেলাকে, পেশীর চোটের জন্য তুরষ্কের বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলতে পারেননি ইন্টার মিলানে খেলা এই ফুটবলার, যদিও ২৬ জনের স্কোয়াডে তাঁকে রাখলেন কোচ ইতালির কোচ। ডিফেন্সে রাখা হল ফেডেরিকো গাত্তিকে। দলে রাখা হয়েছে জুভেন্তাসের মিডফিল্ডার নিকোলো ফাগিওলিকে, নির্বাচন কাটিয়ে সদ্য মাঠে ফিরেছেন তিনি। বসনিয়ার সঙ্গে ইউরো কাপের আগে আরেকটি প্রীতি ম্যাচ খেলে জার্মানি উড়ে যাবেন ডোনারামা, চিয়েসারা।

আরও পড়ুন- সুপার ওভার কাঁটা! পাকিস্তানকে পুরনো স্মৃতি করালেন ভারতীয় বংশদ্ভূত মোনাঙ্ক

ইউরো কাপ গতবার চ্যাম্পিয়ন হলেও বিশ্বকাপের টিকিট হাতে পায়নি তাঁরা, ইতালির মতো দলের কাছে যা অত্যন্ত লজ্জার বিষয়। অতীতে কাতেনাচ্চিও ডিফেন্সের জন্য বিখ্যাত ইতালি ছিল বিশ্বকাপের অন্যতম দাবিদার। কিন্তু সাম্প্রতিককালে ভালো স্ট্রাইকারের অভাব বারবার টের পেয়েছে আজুরিরা। লুকা টনি, ফ্রানসিসকো তোত্তির পর সেই মানের স্ট্রাইকার আসছে না। বালোতেলি, ইনসিগনে, ইমোবিলরা আসলেও ব্যক্তিগত নৈপুন্যে কেউই তেমন নজর কাড়েননি, বিশেষ করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে। এই অবস্থায় জার্মানিতে নিজেদের ট্রফি ডিফেন্ড করার লক্ষ্যে নামতে চলেছে ফেডেরিকো চিয়েসা, নিকোলো বারেলাদের ইতালি। 

আরও পড়ুন-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নয়, নামিবিয়াকে হারিয়ে গ্রুপ বির শীর্ষে এখন স্কটল্যান্ড

ইতালির হয়ে ইউরো কাপের ২৬ জনের স্কোয়াডে সুযোগ পেয়েছেন, গোলরক্ষক জিয়ান লুইজি ডোনারামা, অ্যালেক্স মেরেত, গুগলিয়েমো বিকারিও। ডিফেন্সের স্কোয়াডে আছেন, আলেজান্দ্রো বাসতোনি, রাউল বেলানোভা, বুয়োরগিরনো, কালাফিওরি, ক্যাম্বিয়াসো, ডার্মিয়ান, ফেডেরিকো দিমার্কো, লরেঞ্জো, ফেডেরিকো গাত্তি এবং জিয়ান লুকা মানচিনি। মাঝমাঠে রয়েছেন, নিকোলো বারেলা, ব্রায়ান ক্রিস্তান্তে, মাইকেল ফোলোরুনসো, নিকোলো ফাগিওলি, ডেভিড ফ্রাতেসি, জর্জিনহো, লরেঞ্জো পেলিগ্রিনি। আক্রমণভাগে রয়েছেন, ফেডেরিকো চিয়েসা, স্টিফান এল শারাউই, রাসপাদোরি, রেতেগুই, স্কামাক্কা এবং মাতিয়া জাকাগনি। শক্তিশালী স্পেন, ক্রোয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে রয়েছে ইউরো কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি।

2024-06-07T05:25:13Z dg43tfdfdgfd